আসুন গুগল অ্যাডসেন্স এর বিকল্প হিসাবে বেশ কিছু বিজ্ঞাপন সাইটের সাথে পরিচিত হই!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা। পোস্টের শিরোনাম দেখে অনেকেই হয়ত উদগ্রীব বা কৌতুহলী আছেন কিভাবে গুগল অ্যাডসেন্সের বিক্লপ হিসাবে অন্য সাইটকে বাছাই করবেন। আবার অনেকেই আছেন বিশেষ করে যারা নবীন ব্লগার বা ভিজিটর তারা বুঝতে পারছেন না অ্যাডসেন্সের বিকল্প হিসাবে কোন কোন সাইট কাজ হিসাবে গ্রহন করবেন বা কি সুবিধা রয়েছে। তাদের সহজে বুঝার জন্যই আজকের এই পোস্টটি। তবে পোস্টের মূল আলোচনার শুরুতে একটি কথা বলতে চাচ্ছি গুগল অ্যাডসেন্স নিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে গুগল অ্যাডসেন্স পাওয়া যায় এবং গুগল অ্যাডসেন্স এর পরিবর্তে কোন সাইটে কাজ করবেন সেই সব বিষয় নিয়ে একটি পোস্ট সাজিয়েছি। কিন্তু সামান্য কিছু কাজ সম্পন্ন না হবার কারনে তা পাবলিশ করতে পারছিনা। আশা করি পরবর্তীতে কোন একটি পোস্টে গুগল অ্যাডসেন্সসহ অন্যান্য সাইট নিয়ে ব্যাপক আলোচনা করা যাবে।

images.jpegfff

অবশ্য আজকের এই পোস্টে যে বিষয়গুলো আলোচনা করছি তাহা আমার নিজের কোন লেখা নাই। আমি নিয়মিত প্রথম আলো পড়ি। প্রতি শুক্রবারে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কলামে বেশ কিছু প্রতিবেদন থাকে। সেই সূত্রে “প্রথম আলোর” আজকের প্রকাশনাতে গুগল অ্যাডসেন্সের বিকল্প হিসাবে একটি তথ্য প্রকাশিত হয়। সেটি নিজেও পড়েছি, বেশ ভাল লাগল। এবং মনে করলাম এমন অনেক ভিজিটর বন্ধু আছেন যারা এই পর্বটি পড়লে বিজ্ঞাপণ সাইট সম্পর্কে বেশ কিছু ধারনা পাবেন। তাই আজকের এই সংকলন-

—————————————————————————–

অ্যাডসেন্সের বিকল্প

images.jpegggশিরোনামটা দেওয়া বোধ হয় কিছুটা ভুল হলো। কারণ, বর্তমানে ওয়েবসাইটে বিষয়ভিত্তিক বিজ্ঞাপনের জগতে গুগল অ্যাডসেন্সের রয়েছে একক আধিপত্য। অন্যভাবে বলতে গেলে, বিষয়টা যখন ওয়েব বিজ্ঞাপনের, তখন সবার প্রথম পছন্দ অ্যাডসেন্স। এই আধিপত্য গুগল এমনিতে পায়নি, অর্জন করে নিয়েছে। নির্ঝঞ্ঝাট অর্থ লেনদেন, সাপোর্ট ফোরাম, বেশিআয়ের সুযোগ এবং এক অ্যাকাউন্ট দিয়ে সবকটি অনুমোদিত ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশবা দেখানোর সুযোগ থাকায় মানুষের ঝোঁক অ্যাডসেন্সের দিকে। কিন্তু অ্যাডসেন্সে অনুমোদন পাওয়া সহজ কথা নয়। বিভিন্ন দিক বিবেচনা করে তবেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ও ওয়েবসাইট অনুমোদন করে। তা ছাড়া বাংলাদেশসহ দক্ষিণ-এশীয় দেশগুলোতে রয়েছে আরও প্রতিবন্ধকতা। সব মিলিয়ে নতুন ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্সের অনুমোদন পাওয়া রীতিমতো স্বপ্নে পরিণত হয়েছে।
বর্তমানে নিজস্ব ওয়েবসাইট বা ব্লগসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করে অর্থ উপার্জনকে অনেকে মূল পেশা হিসেবে নিচ্ছেন। আবার এটাকে খণ্ডকালীন কাজ হিসেবেও নিচ্ছেন অনেকে। এ ক্ষেত্রে মুখ্য বিষয় হচ্ছে ভিজিটর সংখ্যা, মানে কতজন আপনার ওয়েবসাইট দেখছে। আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর আসবে, তত আয় বাড়বে। আর ওয়েবসাইট দেখার সংখ্যা বাড়াতে মানুষ বারবার সার্চ ইঞ্জিনে যে বিষয়গুলোর খোঁজ করে, এমন বিষয়ের ওপর তথ্যবহুল ওয়েবসাইট তৈরি করলে বেশি সুবিধা পাবেন।

images.jpeggggggg
যাঁরা এখনো ভাবছেন বিষয়ভিত্তিক বা কনটেক্সচুয়াল বিজ্ঞাপন কী, তাঁদের জন্য বলে রাখি, আপনার ব্লগ কিংবা ওয়েবসাইটের কনটেন্ট, অর্থাৎ লেখা ও ছবির বিষয়ের ওপর নির্ভর করে প্রাসঙ্গিক বিজ্ঞাপনই বিষয়ভিত্তিক বিজ্ঞাপন। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওয়েবসাইট ব্যবহারকারী আপনার সাইটের সঙ্গে সংগতিপূর্ণ বিজ্ঞাপন দেখতে পাচ্ছে। ফলে সেই বিজ্ঞাপনে ক্লিক করার হার বেড়ে যায়, অর্থাৎ বিজ্ঞাপন থেকে আপনার আয় বেড়ে যাবে। বিজ্ঞাপন নেটওয়ার্ক হিসেবে প্রথমে গুগল অ্যাডসেন্সে অনুমোদন পাওয়ার চেষ্টা করবেন। অ্যাডসেন্সে অনুমোদন পেয়ে গেলে তো অবশ্যই ভালো। কিন্তু যদি অনুমোদন না পান তো সে ক্ষেত্রে কি চুপচাপ বসে থাকা ঠিক হবে?
অ্যাডসেন্সের মতো রয়েছে আরও অনেক বিজ্ঞাপন নেটওয়ার্ক, যেগুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইটের দেখার হারকে কাজে লাগিয়ে পেতে পারেন নিয়মিত অর্থ। তবে বিজ্ঞাপন নেটওয়ার্ক নির্বাচনে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে খোঁজ নিতে হবে তারা মূলত কী ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে, তাদের সেবার মূলনীতি কী, টাকা উত্তোলনের মাধ্যম ও উত্তোলনের সর্বনিম্ন পরিমাণ, কোনো ধরনের খরচ আছে কি না, কোন অঞ্চলের ভিজিটরদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে ইত্যাদি। এখানে কিছু নির্ভরযোগ্য বিজ্ঞাপন নেটওয়ার্কের খোঁজ দেওয়া হলো। এগুলো ছাড়া আরও নেটওয়ার্ক রয়েছে।

চিতিকা
indexযুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক এই বিজ্ঞাপনী নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে। বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে তারা মূলত ব্যবহারকারীর ভৌগোলিক অবস্থান ও ওয়েবসাইটের বিষয়বস্তুর ওপর প্রাধান্য দেয়। চিতিকা পেপ্যাল ক্লিকভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শন করে। অর্থাৎ ভিজিটর যদি বিজ্ঞাপনে ক্লিক করে, তবেই আপনি টাকা পাবেন। শুধু বিজ্ঞাপন প্রদর্শনের জন্য কোনো টাকা পাওয়া যায় না। পেপ্যালের মাধ্যমে সর্বনিম্ন ১০ এবং চেকের মাধ্যমে সর্বনিম্ন ৫০ ডলার তোলা যায়। মোবাইল ফোনের জন্য বিজ্ঞাপনসহ চিতিকার রয়েছে বিভিন্ন আকারের এমনকি আপনার পছন্দমতো আকারের বিজ্ঞাপন তৈরির সুযোগ। তবে চিতিকা সম্পর্কে অভিযোগ আছে যে তারা শুধু যুক্তরাষ্ট্রের ভিজিটরদের জন্য টাকা দেয়। ঠিকানা: www.chitika.com

ইয়াহু-বিং নেটওয়ার্ক
দুই সার্চ ইঞ্জিন ইয়াহু ও বিংয়ের যৌথ উদ্যোগে মিডিয়া ডট নেটের মাধ্যমে এই বিজ্ঞাপন নেটওয়ার্ক পরিচালিত হয়। ইয়াহু ও বিং যৌথভাবে যেখানে বিজ্ঞাপন সরবরাহ করছে, সেখানে বিজ্ঞাপনের বৈশিষ্ট্য নিয়ে আপনাকে ভাবতে হবে না। ছোট কিংবা বড়, এমনকি অল্প ট্র্যাফিকের যেকোনো সচল ওয়েবসাইট তারা অনুমোদন করে থাকে। বিভিন্ন আকার ও থিম থেকে আপনার প্রয়োজনীয় বিজ্ঞাপন বেছে নিতে পারবেন। সেই সঙ্গে আপনার জন্য একজন ব্যক্তিগত প্রতিনিধির পরিচয় করিয়ে দেওয়া হবে, যেকোনো প্রয়োজনে আপনি তাঁর কাছে সাহায্য পাবেন। পেপ্যাল কিংবা চেকের মাধ্যমে সর্বনিম্ন ১০০ ডলার উত্তোলন করতে পারবেন। ঠিকানা: www.media.net

ট্রাইবাল ফিউশন
আপনার ব্লগ বা ওয়েবসাইটে যদি প্রতি মাসে কমপক্ষে পাঁচ লাখ ইউনিক ভিজিটর আসে, তবেই কেবল আপনি ট্রাইবাল ফিউশনে নিবন্ধনের কথা ভাবতে পারেন। তবে এই বিজ্ঞাপনী নেটওয়ার্কটি থেকে আপনি বেশ ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন। চেকে বা ব্যাংক ট্রান্সফারে সর্বনিম্ন ১০০ ডলার উত্তোলন করা যায়।
ঠিকানা: www.tribalfusion.com

ম্যাড অ্যাডস মিডিয়া
index.jpegkএই বিজ্ঞাপনী নেটওয়ার্ক গুগল, ইয়াহু এবং অন্যান্য বড় নেটওয়ার্ক থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে প্রদর্শন করে। অনেকটা সহজেই অনুমোদন পাওয়া যায় আর তা ছাড়া ক্লিকের পাশাপাশি বিজ্ঞাপন দেখা, অর্থাৎ ইম্প্রেশনের জন্যও আপনার অ্যাকাউন্টে অর্থ জমা হতে থাকবে। ঠিকানা: www.madadsmedia.com

ক্লিকসর
clicksor_2006অনুমোদন পাওয়ার কোনো ঝামেলা নেই। যেকোনো সচল ওয়েবসাইটেই আপনি ক্লিকসর বিজ্ঞাপন দিতে পারেন। তবে বিজ্ঞাপনের ধরন নির্বাচনে সতর্ক থাকতে হবে। কারণ, ব্যানার ও লেখার বিজ্ঞাপন ছাড়া অন্যান্য বিজ্ঞাপনে আপনার ভিজিটরকে ঝামেলা পোহাতে হতে পারে। পেপ্যাল অথবা চেকের মাধ্যমে সর্বনিম্ন ৫০ ডলার উত্তোলন করা যাবে।
ঠিকানা: www.clicksor.com

ইনফোলিংকস
imagesইন-টেক্সট বিজ্ঞাপন। অর্থাৎ আপনার ওয়েবসাইটের কিওয়ার্ডের ওপর ভিত্তি করে লিংক আকারে বিজ্ঞাপন থাকবে। কোনো ভিজিটর যদি সেই লিংকে ক্লিক করে, তবে ওয়েব পাবলিশারের অ্যাকাউন্টে অর্থ জমা হবে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই বিজ্ঞাপনী নেটওয়ার্কটি বর্তমানে ইন-টেক্সট বিজ্ঞাপনের পাশাপাশি ইন-সার্চ, ইন-ফ্রেম ও ইন-ট্যাগ বিজ্ঞাপনী সেবা দিচ্ছে। ঠিকানা: www.infolinks.com

বাংলা ওয়েবসাইটের জন্য
অ্যাডসেন্সসহ অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্ক সাধারণত বাংলায় তৈরি ওয়েবসাইটের জন্য বিজ্ঞাপন প্রদর্শন করে না কারণ বাংলা ভাষায় লেখা নিবন্ধের কিওয়ার্ড নির্বাচন করতে তারা পারে না।
এ ছাড়া আপনি সরাসরি সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শনের আবেদন জানাতে পারেন। প্রথমে ওয়েবসাইটে বিজ্ঞাপনের জন্য স্থান নির্ধারণ করে আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু, দৈনিক অথবা মাসিক ইউনিক ভিজিটর, সর্বমোট পেজভিউ এবং কোন দেশ থেকে বেশি ভিজিট হচ্ছে, এসব পরিসংখ্যান সরাসরি অথবা ই-মেইলে পাঠিয়ে দিন।

 = লেখাটির মূল লেখক:  মেহেদী হাসান, প্রথম আলো ০২/০৮/২০১৩ ইং

বাংলা গান ডাউনলোড করার অসাধারণ একটি সাইট (রিভিঊ)

আমি এখন যে সাইট টি শেয়ার করছি এই সাইট এ সবার আগে বাংলা গান DOWNLOAD লিংক শেয়ার করে। অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উনারা নিজেদের SERVER এ গান UPLOAD করে। আশা করি আপনাদের সাইট টি ভাল লাগবে।মতামতটা একান্ত আমার, আপনারা একবার ভিজিট করলে আপনার মতামত একই হবে আশা করি।

সাইট এর ঠিকানা : http://bhairab.net

এই মুহূর্তে যে সব অ্যালবাম পাওয়া যাচ্ছে ঃ

১. যাদুর শহর – চিরকুট ব্যান্ড

১. অমিয়শুধা – শিল্পীঃ সোমলতা, লুতফর হাসান, এলিতা, পরশি, শহিদ, জুয়েল, তউসিফ, মালা,

২. নীল আকাশ – শিল্পীঃ শহিদ

৩. শিরোনামহীন

৪. বাধন – শিল্পীঃ বালাম

৫. পরশি ৩

৬. পরজনম – আরফিন রুমি

৭. ঝর – SCHOOL OF NILOY

৮. সুফিয়ানা – শিল্পীঃ রাফাত

৯. আলিঙ্গন – শিল্পীঃ মিলন মাহমুদ

১০. ফেরা -অবসকিঊর

আরও অনেক অ্যালবাম।

এছারা এই সাইট থেকে বাংলা মুভি, হিন্দি মুভি, হলিউড মুভি, সফটওয়্যার, গেমস, গান সহ অনেক কিছু ডাউনলোড করা যায়।

আপনাদের মূল্যবান সময় ও টেকটিউন অনেক ধন্যবাদ।

মাতৃভাষা বাংলায় লিখে আয় (মাত্র ২৫০ শব্দ আজ আপনার জন্য)

ব্লগিং-এ পুরাতন হলেও আমি পিসি হেল্পলাইন বিডি তে নতুন। আশা করি আমার লেখা আপনাদের ভাল লাগার সাথে সাথে কিছুটা কাজেও লাগবে। যাই হোক শুরু করা যাক।

আপনারা আমাকে অনেকেই বলেছেন আপনাদের অনেকেরই ছোটখাট একটি ব্লগ অথবা ওয়েবসাইট রয়েছে এবং আপনারা জানতে চেয়েছেন এখন কিভাবে আপনারা আপনাদের সেই ব্লগ বা ওয়েবসাইটটি থেকে আয় করতে পারেন। খুবই প্রত্যাশিত ও সঙ্গত একটি প্রশ্ন যখন আমি লিখালিখি করি অনলাইন মার্কেটিং ও বাংলা লিখে বা ব্লগিং করে কিভাবে আয় করা যায় তা নিয়েই। কিন্তু প্রথমেই আপনাদের বলে রাখি বাংলা ব্লগিং করে আয় আঙ্গুল ফুলে কলা গাছ জাতীয় কিছু না। এর পিছনে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, লেগে থাকতে হবে। আমাকে এতটুকু বিশ্বাস করতে পারেন যদি আপনি আসলেই লেগে থাকতে পারেন আপনি ব্লগিং করে টাকার দেখা পাবেন এবং ১০০% পাবেন।

আজ আমি আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বলব যা কিনা ব্লগিং করে আয়ের অন্যতম একটি মাধ্যম।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

সহজ কথায় আপনি কারো কোন সার্ভিস বা প্রোডাক্ট বিক্রয় করতে সাহায্য করবেন, বিনিময়ে আপনি একটি কমিশন পাবেন। আর অনেক সময় এই কমিশনের পরিমাণ দেখে আপনি সত্যিই টাস্কি খাবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি চমৎকার উদাহরণঃ

HostGator হচ্ছে বিশ্বের প্রথম সারির একটি হোষ্টিং প্রোভাইডার কোম্পানী। এই কোম্পানীর অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করলে যদি কেউ আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে HostGator-এ হোষ্টিং নেয় অর্থাৎ একাউন্ট খুলে তবে আপনি প্রতিটি একাউন্টের জন্য ৫০ ডলার করে পাবেন। আর কোন মাসে যদি আপনার মাধ্যমে HostGator ২১ বা তার বেশি একাউন্ট পায় তবে প্রতিটি একাউন্টের জন্য আপনি পাবেন ১২৫ ডলার!! অর্থাৎ ২১ টি একাউন্ট থেকে আপনি পাবেন ২১*১২৫ = ২৬২৫ ডলার যা কিনা দুই লক্ষাধিক টাকার সমান!!!

বৈশ্বিক ইন্টারনেট জগৎ যতটা সমৃদ্ধ ঠিক ততটাই অবহেলিত আমাদের বাংলা ইন্টারনেট জগৎ। নির্ভর করার মত খুব বেশি বাংলা ওয়েবসাইট বা কমিউনিটি আমাদের নেই। নির্দিষ্ট বিষয়ভিত্তিক বাংলা সমৃদ্ধ ওয়েবসাইটের বড় অভাব আমাদের। আর এই অবস্থা কাঁটিয়ে উঠতে কিন্তু আমাদেরই এগিয়ে আসতে হবে। তাই বাংলায় শুধুমাত্র ইন্টারনেট মার্কেটিং নিয়ে আমরা একটি ওয়েবসাইট খুলেছি। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এই সাইটের মাধ্যমে।

যাই হোক, যদি এই পোষ্টটি পড়ে কাজের মনে হয় তাহলে আপনাকে আমাদের মূল সাইটে আমন্ত্রণ যেখানে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে অনলাইন মার্কেটিং, ব্লগিং ইত্যাদি বিষয়গুলো নিয়ে।

চলুন জেনে নিই Lenovo কম্পানির দারুন একটি Tablets সম্পর্কে মোটামুটি কমদামের

সবাইকে সালাম ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।নিশ্চিই সবাই ভাল আছেন।আজকে আমরা আলোচনা করবো দারুন একটি ট্যাবলেটস সম্পর্কে।আমরা সবাই মোটামুটি lenovo সম্পর্কে ভালোই জানি।আজকে তাদের একটি নতুন ট্যাব সম্পর্কে দাম সহ বিস্তারিত জানবো।ট্যাবটি 1.0GHz এর এবং র‍্যাম ১ জিবি।র‍্যাম ও মোটামুটি ভালোই আছে দাম হিসাবে।তবে দামটি মোটামুটি একটা সীমার মধ্য আছে বলে আমার মনে হয় ট্যাব হিসাবে।তাছাড়া একটা পরিচিত ব্র‍্যান্ড ও, চলুন সম্পুর্ন জেনে নিই ট্যাবটিতে কি কি আছে:

 Brand : Lenovo

Type : Tablet

Processor : MTK 6575 1.0GHz Cortex A9 SC (Dual Core)

RAM : 1GB

Hard Drive : Storage: ROM:eMMC 4GB/16GB

Display : 7″ TN 1024×600, 5-point Multi-touch, Bright 350 nit Disp

Battery Life : Target 8 hrs Target 8 hours Web Browsing (TBC). St

Available Color : Black

Warranty : 1 Year International Warranty

Product Details : Gear up for the outdoors with the Lenovo IdeaTab A2107A. The 7″ form factor
makes it easy to carry around and the roll cage protects against bumps and jolts. The offline GPS support along with 3G and WiFi connectivity keep you connected, no matter where you are.

বাংলাদেশের জন্য তারা ট্যাবটির দাম দরেছে ১৮০০০ টাকা।
মোবাইল,ল্যাপটপ ও ট্যাব বাজারের সর্বশেষ দাম ও প্রিভিউ জানতে পারবেন এখানে
সব সময়ের আপডেটের জন্য যুক্ত থাকতে পারেন আমাদের ফেইসবুক ফান পেজে Facebook Funpage

নিয়ে নিন সুন্দর একটি বাংলা হাদিস সফটওয়্যার

বিছমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি । দেখতে দেখতে রমজান মাস শেষের দিকে চলে এসেছে ।আজ আমি আপনাদের কাছে সুন্দর একটি হাদিস সফওয়্যার উপকার দিব ।এটির পরবর্তী ভার্সন খুব শিগ্রিই বের হবে ।

আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, আমি (আল্লাহ) অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু এবং এটাও জানিয়ে দিন যে, আমার শাস্তিই যন্ত্রণাদায়ক শাস্তি। (হিজর ৪৯-৫০)

‘তোমাদের মধ্যে যারা ঈমানদার ও যারা জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উঁচু করে দিবেন। তোমরা যা কিছু কর আল্লাহ তা খবর রাখেন’ (মুজাদালাহ ১১)।

‘Digital Bangla Hadith Team নামের একটি ফেসবুক গ্রুপ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন হাদীছ গ্রন্থ থেকে বাংলা ইউনিকোড ফন্টে হাদীছ টাইপ করে কম্পিউটারে সহজে পড়ার উপযোগী করে আরবী, বাংলা ও ইংরেজী অনুবাদসহ একটি হাদীছ সফটওয়্যার তৈরি করেছে। আপনার সংগ্রহে না থাকলে এখান থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিন।

বর্তমান ভার্সনে আছে:

  • Sahih Bukhari (Complete)
  • Sahih Muslim (Complete)
  • Riyad us Saleheen (Complete)
  • Suunane nasayee (Partial)
  • Bulugul Maram (Complete)
  • Imam Nawawi’s 40 Hadith (Complete)
  • Sahih Hadith Qudsi (Complete)

অন্যান্য সুবিধা:

  • English tree & child menu
  • Available languages: Arabic, Bangla & English
  • Search options
  • Add your favorite Hadith
  • Quick Navigation
  • Easily copy/paste(Unicode font)
  • Easy print option
  • OS: XP/VISTA/7/8

সফটওয়্যারটি ডাওনলোড এখানে ক্লিক করুন

বিঃদ্রঃ সফটওয়্যারটিকে আরো সমৃদ্ধ করার জন্য ‘Digital Bangla Hadith Team’ নিয়মিত কাজ করে যাচ্ছে। খুব শীঘ্রই অন্যান্য হাদীছ গ্রন্থসমূহ এতে সংযুক্ত হবে এবং এটি আরো সৌন্দর্যমন্ডিত হবে — ইনশাআল্লাহ!

সবাই ভালো খাকবেন ।আল্লাহ হাফেজ।

৪

পবিত্র ঈদ উপলক্ষে দারুন সব ঈদ কার্ড কালেকশন (ঈদ কার্ড)

রথমে সকলকে সালাম ও ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সবাই ভাল আছেন।

সামনে পবিত্র ঈদ তাই আজ আমি আপনাদের জন্য দারুন সব ঈদ কার্ডের কালেকশন নিয়ে হাজির হয়েছি । কারণ এই পবিত্র ঈদে প্রিয় জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদ কার্ডের জুরি নেই। তাই আশা করি কার্ড গুলো আপনাদের সবার ভাল লাগবে ।

আর বেশি কথা না বারিয়ে নিচে ঈদ কার্ড গুলোর লিংক দিয়ে দিলাম

Nice Eid Cards Full HD (Latest)

HD Islamic Wallpapers Eid Cards

Eid Cards, Wallpapers, Images and Photos

Happy Eid Card Full HD

Eid Mubarak Wallpapers HD

ভুল হলেক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ঈদ কার্ড গুলো ভাল লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন।

r

খুব সহজেই আাপনার কম্পিউটার থেকে প্রোগ্রামগুলোকে Uninstall করান

সবার প্রতি অফুরন্ত ভালবাসা রেখে শুরু করলাম। এটি আমার জীবনের প্রথম পোষ্ট। তাই কোন প্রকার ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আমি যে বিষয়টি নিযে আলোচনা করব সেটি হল কম্পিউটারের প্রোগ্রাম Uninstall নিয়ে। অনেক সময় আমাদের কম্পিউটারে Install করা প্রোগ্রামগুলো Uninstall হয় না। ফলে এর সমাধান হিসাবে আমাদের অপারেটিং সিস্টেম ফরমাট দিতে হয় এবং নতুন করে Setup দিতে হয়। যার দরুন আমাদের সময় এবং শ্রম দুটিরই অপচয় হয়।আপনার কম্পিউটারের Install করা প্রোগ্রাম যাতে খুব সহজেই Uninstall করতে পারেন তার সমাধান নিয়েই আজকের এই পোষ্ট। আজকে আপনাদের এমন একটি Software এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে খুব সহজেই Software Uninstall সহ নানা ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন। এবার নিচের ডাউনলোড লিংক থেকে Software টি Download করুন । Software টি Download করতে   এখানে  ক্লিক করুন। Download করার সময় নিচের অপশনটিতে ক্লিক করুন। ব্যাস Download শুরু……………

Capture

এবার Download হওয়া Software টি স্বাভাবিক নিয়মে Install করুন এবং Run করান।

tu-main

তাহলে Software টির ইন্টারফেজ দেখতে পাবেন (উপরের মত)। এখন আপনার প্রয়োজন অনুযায়ী Software টি ব্যবহার করুন এবং সব সমস্যার অবসান ঘটান।

আজ এই পর্যন্ত। সবাই ভাল থাকবেন এবং আমার জন্য সৃষ্টিকতার নিকট প্রথনা করবেন।

কোন সমস্যা হলে কমেন্ট করবেন……………………..